গংগাছড়ার ঠাকুর পারায় কাঁন্নারত এক বয়স্ক মহিলা। বিভিন্ন গণমাধ্যমের বদৌলতে দেশে বা বিদেশে অবাস্থানরত সবাই জেনে গেছে যে কয়েকদিন আগে ফেসবুকে পোস্ট করা হিন্দু কমিউনিটির এক লোকের মন্তব্যের কারণে উগ্রপন্থী কিছু লোকেরা এই গ্রামের প্রায় ২৫ টি ঘর বাড়িতে আগুন লাগিয়ে দেয়l ফলে এই গ্রামের অসহায় গরীব মানুষেরা অবর্ণনীয় ক্ষয় ক্ষতির শিকার হয়।